জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে ১৫ আগস্ট ২০২০ শনিবার বেলা ১১টায় কবি নজরুল ইনস্টিটিউটের অডিটরিয়ামে ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো. বদরুল আরেফীন, সভাপতিত্ব করেন কবি নজরুল ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, আলোচক: জনাব খিলখিল কাজী, কবিপৌত্রী ও সদস্য, কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড, স্বাগত ভাষণ প্রদান করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ জাকীর হোসেন, উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সচিব সরকারের যুগ্মসচিব জনাব মোঃ আব্দুর রহিম ও ইনস্টিটিউটের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কবি শেখ রেজাউদ্দিন আহমেদ স্টালিন। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জনাব সিরাজুল ইসলাম খান।