এ বছর যারা নজরুল পুরস্কার পেলেন
নজরুল-সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদানের নিমিত্ত জাতীয় কবি কাজীনজরুল ইসলাম ইনস্টিটিউট ‘নজরুল-পুরস্কার’ প্রবর্তন করেছে। এই ধারাবাহিকতায় ‘নজরুল-পুরস্কারনীতিমালা ২০২৪’ অনুযায়ী ‘নজরুল-পুরস্কার ২০২৩ ও ‘নজরুল-পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হয়েছে।
নজরুল পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত গুণীজন হলেন :
১. নজরুল গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য দেয়া হয়েছে প্রফেসর ইরশাদ আহমেদ শাহীন কে। তিনি নজরুল-গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক, ইউনির্ভাসিটি অব সাউথ এশিয়া।
২. নজরুল-সঙ্গীতে অনন্যসাধারণ অবদানের জন্য দেয়া হয়েছে জনাব রুমী আজনবীকে। তিনি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক।
নজরুল পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত গুণীজন হলেন :
১. নজরুল-গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য দেয়া হয়েছে জনাব আবদুল হাই শিকদার কে । তিনি নজরুল-গবেষক ও সম্পাদক, দৈনিক যুগান্তর।
২. নজরুলের কবিতা আবৃত্তিতে অনন্যসাধারণ অবদানের জন্য দেয়া হয়েছে জনাব নাসিম আহমেদ কে। তিনি আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট।
প্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রতিটি বিষয়ে পুরস্কারের জন্য পুরুস্কার প্রাপ্তদেরকে পদক, দুই লক্ষ টাকা এবং সম্মাননা স্মারক দেয়। এ বছর পুরস্কার প্রাপ্তদের রৌপ্য পদক দেয়া হচ্ছে। আগামী ২৫মে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। এই বিষয়ে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব মোঃ লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘নজরুলের বিদ্রোহী চেতনাদীপ্ত ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে এবারের নজরুল পুরস্কার ভীষণ তাৎপর্যপূর্ণ। এবার যারা পুরস্কৃত হলেন তারা সবাই সারা জীবনব্যাপি নজরুল চর্চায় অনন্যসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখেছেন । নজরুল ইনস্টিটিউট তাদের কর্মের মূল্যায়ন করে আগামী প্রজন্মের জন্য নজরুল চেতনার দ্বারকে আরও প্রসারিত করলো ।